চীন থেকে চিকিৎসক দল ও ভেন্টিলেটর আনার কথা ভাবছে সরকার
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাথমিক ধকল সামলে উঠেছে চীন। অন্যদিকে বাংলাদেশে ভাইরাসটি মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে।
এমন পরিস্থিতিতে চীন থেকে ভেন্টিলেশন মেশিন আমদানি করার বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। খবর ইউএনবির।
এছাড়া করোনাভাইরাস মোকাবিলা, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া এবং বাংলাদেশের পেশাদার চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চীন থেকে চিকিৎসক ও নার্সসহ বিশেষজ্ঞ দল আনার বিষয়েও আলোচনা করেছে ঢাকা ও বেইজিং।
মঙ্গলবার সন্ধ্যায় চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাদের দুজনের মধ্যে তখন এ বিষয়ে আলোচনা হয়।
টেলিফোনে আলাপকালে, 'শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে' চিকিৎসা সেবা দেওয়ার জন্য চীনের বিশেষজ্ঞ দলকে ঢাকায় নিয়ে আসার সম্ভাবনা কতটুকু- এ নিয়েও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ড. মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চীনা পররাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশের প্রতি তাদের পূর্ণ সমর্থন দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। এছাড়া একদিনেই নতুন ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা শনাক্ত হলো ২১৮ জনের। বুধবার এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।