দেশে করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল, শনাক্ত আরও ২,৪৫৪
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত, ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩,০৩২।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ২,৪৫৪ জনের শরীরে। এ নিয়ে ৮,২২,৮৪৯ জনের শরীরে শনাক্ত হলো কোভিড-১৯।
শুক্রবার করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮,৭৭৭টি নমুনা সংগ্রহ এবং ৫১০টি পরীক্ষাগারে ১৮,৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ নিয়ে পরীক্ষা করা হলো মোট ৬১,৪৪,৭৭৩টি নমুনা।
বলে রাখা ভালো, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। সে বছরেরই ১৮ মার্চ এ ভাইরাসে প্রথম কোনো মৃত্যুর ঘটনা দেখে বাংলাদেশ।