করোনা আক্রান্ত বাড়িতে খাবার নেই, খাদ্য সামগ্রী পৌঁছে দিল পুলিশ
পুলিশের কাছে খবর আসে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার নেই। বাড়ি লকডাউন থাকায় কেউ বের হতে পারছেন না। এমন ঘটনা শুনেই শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার লকডাউন করা তিনটি বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামে দুইজন ও শিবপুর ইউনিয়নের গদাঘাটা গ্রামে একজন করোনা আক্রান্ত থাকা লকডাউন বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় পুলিশের একটি দল। খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন করোনা আক্রান্তদের পরিবার।
ঘূর্ণিঝড়ের পর যোগাযোগ বিচ্ছিন্ন সাতক্ষীরার সড়কের গাছ সরানো, করোনা আক্রান্ত পালিয়ে থাকা রোগীকে খুঁজে বের করা, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী দেয়াসহ নানা মানবিক কাজে ব্যস্ত সময় পার করছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, "কারো বাড়িতে খাবার নেই এটা জেনে আমরা (পুলিশ) চুপ করে বসে থাকতে পারি না। পুলিশ বাহিনী সব সময় মানুষের প্রকৃত বন্ধু হয়ে থাকতে চায়। দুপুরে তিন করোনা আক্রান্ত রোগীর লকডাউন বাড়িতে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।"
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন বলেন, "এসপি স্যারের কাছে খবর আসে করোনা আক্রান্তরা খাদ্য সংকটে রয়েছেন। বাড়িতে খাবার ফুরিয়ে গেছে। বাড়ি লকডাউন থাকায় তারা বের হতে পারছেন না। পরবর্তীতে এই ঘটনা জানার পর এসপি স্যারের নির্দেশে দেবনগর গ্রামে দুইজন ও গদাঘাটা গ্রামে একজন করোনা আক্রান্তের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এভাবে মানবিক হয়ে পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে।"
তিনি বলেন, আক্রান্তদের সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনায় আতঙ্কিত নয় সচেতন হতে হবে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সময় সদর থানার ওসি আসাদুজ্জামান, এসআই আহমদ আলী, এএসআই ফারহানা ইসলাম উপস্থিত ছিলেন।