কলকাতা টেস্ট: হাসিনা-মমতা-মোদি কি বসবেন তিস্তা নিয়ে?
কলকাতার ইডেন গার্ডেনে আগামী মাসের ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। ম্যাচটি দেখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
ধারণা করা হচ্ছে, এই ম্যাচ ঘিরে পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে হাসিনা-মোদীর আলোচনার টেবিলে স্থান পাবে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের অন্যতম আলোচিত বিষয় তিস্তার পানিবন্টন চুক্তি।
অক্টোবরের গোড়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়া দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় অর্থনৈতিক সম্মেলনে যোগ দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন তিনি। হাসিনা-মোদির ওই বৈঠক, প্রতিবেশী দুই দেশের মধ্যে খুলে দেয় আঞ্চলিক সম্পর্কের নতুন অধ্যায়।
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন বলছে, আলোচনায় বসলে তিস্তা ইস্যুতে বরাবরই অনড় অবস্থানে থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবারের বৈঠকে নরম করতে পারেন তাঁর সুর।
তিস্তার পানির ভাগাভাগি নিয়ে মমতা বন্দোপাধ্যায় বরাবরই একগুঁয়ে মনোভাব দেখালেও গত বৈঠকেই নরেন্দ্র মোদি ‘অদূর ভবিষ্যতে’ এই সংকটের সুরাহা করে দেবেন বলে শেখ হাসিনাকে কথা দিয়েছিলেন।
ক্রিকেটের মাধ্যমে পারস্পরিক দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রক্রিয়া বেশ পুরনো। এর আগে প্রতিবেশী দুই প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও ভারতের সরকার প্রধানরা আশির দশকে এবং সর্বশেষ ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন।
দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশ কৌশলগত কারণে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত ৪ অক্টোবরের বৈঠকে দেশ দুটি উপকূলীয় এলাকায় সার্ভেইলেন্স রাডার সিস্টেম চালু সহ বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।