কোভিড-১৯ আক্রান্ত দেশের ৮ হাজারের বেশি স্বাস্থ্য কর্মী
দেশে মহামারি প্রতিরোধের লড়াই করতে গিয়ে সম্মুখভাগের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য খাতের অন্যান্য কর্মীদের একটি বড় অংশ কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের মাত্রাও বেশি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাম্প্রতিক তথ্যানুসারে, এপর্যন্ত প্রায় ৮,১৮৪ জন স্বাস্থ্য কর্মী নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিএমএ তথ্যসূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৬ এপ্রিল) নাগাদ দেশের ৬৪টি জেলায় মোট ২,৯০৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। একইসময়, ভাইরাসে আক্রান্ত হন ১,৯৯০ জন নার্স।
এছাড়া, চিকিৎসা সহযোগী অন্যান্য কর্মী যেমন অ্যাটেনডেন্ট ও ক্লিনাররা স্বাস্থ্য কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছেন। এপর্যন্ত, চিকিওসক ও নার্স ছাড়া এমন ৩,২৯১ জন মেডিকেল কর্মী সংক্রমিত হয়েছেন।
মহামারির মধ্যে প্রাণ হারানো চিকিৎসকদের তালিকাও প্রকাশ করেছে বিএমএ। সেখানে বলা হয়, প্রাণঘাতী রোগটির বিস্তার ঠেকাতে গিয়ে ২০২০ সালের ১৫ এপ্রিল নাগাদ মোট ১৩৬ জন চিকিৎসক মারা যান। এদের মধ্যে তিনজন ছিলেন ডেন্টাল সার্জন।