কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রে ভিড় বেড়েই চলেছে
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ওয়েভের ধাক্কায় বিগত দিনগুলোতে হুহু করে সংক্রমণ বাড়ছে, মৃত্যুসংখ্যাও প্রথম ওয়েভের রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রতিদিনই অসংখ্য মানুষ কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা জমা দিচ্ছেন।
আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেতার ভবনে নমুনা জমা দিতে আসা রোগীর সংখ্যা অন্য যে কোনো দিনের চেয়ে বেশি ছিল। সকাল থেকেই রোগীদের দীর্ঘ সারি দেখা যায়।
অনলাইনে নমুনা জমাদানের নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকলেও, প্রকৃতপক্ষে নমুনা জমা দেওয়ার জন্য ৪০ মিনিট- এক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
সংক্রমণ বাড়তে থাকায় গত মঙ্গলবার ২৮ এপ্রিল পর্যন্ত আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
এ সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে, তবে ব্যাংক ও শেয়ার বাজার সীমিত পরিসরে খোলা থাকবে।
লকডাউনের সময় সব ধরনের গণপরিবহনও বন্ধ থাকবে।
অন্যদিকে, বিশেষ ফ্লাইট ও চার্টার্ড ফ্লাইট চালু থাকবে। স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা চালু থাকবে। জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।