কোভ্যাক্স থেকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ
কোভ্যাক্স থেকে যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এই ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ভ্যাকসিন পেতে চাই তা জানিয়ে আমরা কোভ্যাক্সের কাছে গত জুনে চিঠি পাঠিয়েছিলাম। কোভ্যাক্স থেকে পর্যায়ক্রমে সাত কোটি টিকা পাবো। আজ আমরা চিঠি পেয়েছি তারা ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা আমাদের দেবে। আগামী সাত থেকে দশ দিনে আমরা পাবো। এর জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তা আমাদের নিতে বলেছে। আমাদের একটি কনসেন্ট লেটার পাঠাতে বলেছে তা আমরা পাঠাবো।"
জাহিদ মালেক আরও বলেন, "চীনের সাথে আমাদের চুক্তি হয়েছে। আমরা আশা করছি আগামী কিছু দিনের মধ্যে একটা লট আমাদের দিবে। তবে কী পরিমাণ আসছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা।"
এর আগে, গত ৩০ মে (রোববার) কোভ্যাক্স থেকে ফাইজারের করোনা টিকার প্রথম চালান দেশে এসে পৌঁঁছায় ও গত ২১ জুন রাজধানীতে ফাইজারের টিকাদান শুরু হয়।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই) এর নেতৃত্বাধীন জোট হল কোভ্যাক্স।