খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে আইন মন্ত্রণালয়ের সুপারিশ
দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আগের শর্তে আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দিয়েছে আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এ সম্পর্কিত নথিতে অনুমোদন দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার সেই নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
এর আগে, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা হয়।
সূত্র জানিয়েছে, চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়ার বিদেশ গমনের অনুমতিও চেয়েছে তার পরিবার।
এর আগে, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা সরকার ৬ মাসের জন্য স্থগিত করলে গত বছরের ২৫ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান।
এরপর অপরিবর্তিত পরিস্থিতিতে তার জামিনের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়।
তারও আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দিলে তিনি ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন।
পরের বছরের ৩০ অক্টোবর ওই মামলায় তার করা আপিল খারিজ করে দিয়ে শাস্তির মেয়াদ ১০ বছরে বর্ধিত করেন হাইকোর্ট।