খুলনায় করোনা উপসর্গ নিয়ে শিশুসহ দু’জনের মৃত্যু
খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১২ মাস বয়সী এক শিশুসহ দু'জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শনিবার সকালে ও আরেকজন শুক্রবার রাতে মারা যায়।
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহবুবুল আলম জানান, দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামের ইউসুফ খান (৬০) দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার সকাল পৌঁনে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
তিনি জানান, শ্বাসকষ্টসহ তার পাতলা পায়খানা ও বমি হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত ইউসুফ খান পেশায় দিনমজুর ছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
অপরদিকে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১২ মাস বয়সী অপর এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা গ্রামে।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নিউমোনিয়ার সংক্রমণ থাকায় পরে তাকে করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির মৃত্যু হয়েছে। তবে শ্বাসকষ্টের উপসর্গ থাকায় করোনা সংক্রমণ আছে কিনা তা জানার জন্য শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে।