গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা: অংশ নিতে পারবে কেবল বাছাই করা শিক্ষার্থীরা
২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় কেবলমাত্র বাছাই করা শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন।
বৃহস্পতিবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মীজানুর রহমান।
তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভা সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক আবেদনে শিক্ষার্থীদের কোন ফি প্রদান করতে হবে না। যেসব শিক্ষার্থীর ন্যূনতম যোগ্যতা থাকবে তারা সকলেই প্রাথমিক আবেদন করতে পারবেন। গুচ্ছভুক্ত এবং অন্যান্য গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে যতজন শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার সুযোগ রয়েছে মেধার ভিত্তিতে ততজন শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদন করার সুযোগ দেয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীরা ৫০০টাকা জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।