গুরুতর অসুস্থ ব্যক্তিরা ভ্যাকসিন পাবেন না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেকোনো রোগে গুরুতর অসুস্থ্য ব্যক্তি এবং ১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে না।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, "প্রত্যেক উপজেলায় ৭ লাখ করে ভ্যাকসিন রাখার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচীর জন্য আমরা সাড়ে ৭ হাজার টিম গঠন করেছি ইতোমধ্যে।"
বেসরকারি খাতকে ভ্যাকসিন ব্যবহার করতে দেওয়ার জন্য সরকার নীতিমালা ঠিক করছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মারাত্মক অসুস্থ্য এবং ১৮ বছরের কম বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে না।
বাংলাদেশে যে সমস্ত বিদেশী অবস্থান করছেন তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।