ঘরে ঘরে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে পুলিশ
করোনা মোকাবেলায় রংপুর মহানগরীর লোকজনকে ঘরে রাখতে ব্যতিক্রমী সেবা চালু করল মেট্রোপলিটন পুলিশ- আরপিএমপি। ৩৪টি হটলাইনের মাধ্যমে অটোতে করে নিত্যপণ্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার এই কর্মসূচি শুরুর দিনেই সাড়া ফেলেছে অধিবাসীদের মাঝে।
বুধবার দুপুরে কমিশনার কার্যালয়ের সামনে ব্যতিক্রমী এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আরপিএমপি কমিশনার আব্দুল আলীম মাহমুদ। তিনি জানান, ঘরে থাকা মানুষগুলোর কাছে নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই পৌঁছে দিতেই মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ত্রিশটি অটোবাইক ছেড়ে দেওয়া হয়েছে।
অটোর পেছনে রয়েছে মোবাইল নম্বর। যেকেউ ওই নম্বরে ফোন দিলেই চাহিদা অনুযায়ী নিত্যপণ্য সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হবে তার বাসায়। সেখানে মেমো দেওয়ার পর টাকা পরিশোধ করবেন তারা। এজন্য বাড়তি কোনো ভাড়া নেওয়া হবে না। এছাড়া একটি কেন্দ্রীয় হটলাইন নম্বরও খোলা হয়েছে।
আরপিএমপি কমিশনার জানান নিত্যপণ্য, ওষুধ ছাড়াও যে কোনো প্রয়োজনে এই নম্বরগুলো ব্যবহার করে সেবা নিতে পারবেন ঘরে থাকা মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।