রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ২
রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, আসিফ ঝন্টু (২৮) ও কাউসার উদ্দিন (২২)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারেক লতিফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ঘটনার সঙ্গে কাউসারের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আর মামলার বিবরণীতে ঝন্টুর নাম রয়েছে।
গত শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ১০-১২ জন যুবক ব্যবসায়ী ও মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হককে রামদা ও চাপাতি দিয়ে কোপায়। এতে গুরুতর আহত হন এহতেশামুল।
এ সময় এলিফ্যান্ট সমিতির সভাপতি ওয়াহিদুল ইসলাম দিপুর ওপরেও হামলা হয়। পরদিন শনিবার এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় দিপু বাদী হয়ে নিউমার্কেট থানায় শনিবার রাতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকেও (৫০) আসামি করা হয়।
মামলার অন্য আসামীরা হলেন- মুন্না (৪৭), একেএম চঞ্চল (৪৩), ইমনের সহযোগী খোকন (৪০), সাঈদ আসাদ (৪১), জসিম ওরফে কলা জসিম (৩৫), তুষার ওরফে কিলার তুষার (৩৫), তৌফিক এহসান (৬৩) ও মো. জাহিদ (৪৪)।
মামলার এজাহারে বলা হয়, উল্লিখিত আসামিরা ছাত্র-জনতার অভুত্থানের পর মাল্টিপ্লান সেন্টারে এসে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। এতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ওয়াহিদুল ইসলাম দিপু ও এহতেশামুল হক (৪৬) আরও কয়েকজন ব্যবসায়ী ও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আসামিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এরই জেরে এজাহারভুক্ত আসামিরা শুক্রবার রাতে এহতেশামুলের ওপর হামলা করেন।
আরও বলা হয়, এ সময় ওয়াহিদুল ইসলাম মাল্টিপ্লান সেন্টারের গ্রাউন্ড ফ্লোর থেকে গাড়ি নিয়ে বের হয়ে আসলে তার ওপরও হামলা হয়।