ঘরে থাকা মানুষের জন্য চট্টগ্রামে পুলিশের 'ডোর টু ডোর শপ'
করোনাভাইরাসের কারণে গৃহবন্দী মানুষের জন্য 'ডোর টু ডোর শপ' চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
শনিবার থেকে প্রাথমিকভাবে কোতোয়ালী থানা এলাকায় ডোর টু ডোর শপ কার্যক্রম শুরু হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন দ্য বিজনেসে স্ট্যান্ডার্ডকে বলেন, জনসমাগম নিষিদ্ধের কারণে মানুষ এখন গৃহবন্দী। অনেকে ঘর থেকে বের হতে পারছে না। কেউ বের হতে চাইলেও সংক্রমণের ভয়ে ঘরে রয়েছেন। ইতোমধ্যে অনেক বাসিন্দা জানিয়েছেন তাদের ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে কিন্তু তারা সেগুলো সংগ্রহ করতে পারছেন না। আমরা কিছু ফোন পেয়ে এ ধরনের কয়েকটি বাসায় বাজারও করে দিয়েছি। এসব বিষয় চিন্তা করে ডোর টু ডোর শপ চালু করেছে সিএমপি।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ এই দোকান প্রতিটি এলাকায় গিয়ে প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করবে। এখানে খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যাবে। এ ছাড়া কেউ ফোন দিলে ওই এলাকায় পৌঁছে যাবে এই দোকান। তাই কোনো ব্যক্তিকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করছি।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তাই চট্টগ্রামের ৭০ লাখ নগরবাসী কার্যত গৃহবন্দী।