চকরিয়ায় বাস উল্টে খাদে, নারীসহ নিহত ৪
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে খাদে পড়ে নারীসহ ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় অন্তত ২৫ যাত্রী কমবেশি আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান রাত সাড়ে ১২টার দিকে জানান, ঘটনাস্থল থেকে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। তাদের মাঝে ঝর্ণা বেগম (৩৫) নামে এক নারী পরিচয় সনাক্ত হওয়া গেছে। তিনি নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বাকিদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।
আহত সকল যাত্রীকে চকরিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাতে অন্তত ১৪ জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ তানভীর, আমির হোসেন , শাহাদাত হোসেন, জহির আহমদ , কাইছার তালুকদার , মোহাম্মদ ফিরোজ আহমদ , মহসিন উদ্দিন, মোজাহের উল্লাহ, জাহাংগীর আলম, সুমাইয়া আক্তার, সুমি আক্তার, ছিদ্দিক আহমদ ও আবু করিম।
ওসি আনিসুর রহমান বলেন, হতাহতদের উদ্ধার কাজে ব্যস্ত থাকায় তাৎক্ষণিক নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) একটি বাস। ওইসময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।
বিষয়টি জানতে স্টার লাইন কক্সবাজার ঝাউতলা অফিসে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবুল কাশেম নামে একজন ফোন রিসিভ করে বলেন, আমি নৈশপ্রহরী। ম্যানেজার ও অন্যরা চলে গেছেন। আমাদের একটি গাড়ি দূর্ঘটনায় পড়েছে এটা জেনেছি। আমাদের গাড়িতে করে ফেনী ও নোয়াখালীর লোকজন বেশি যাতায়ত করে। আজও হয়তো সেখানকার যাত্রী ছিল।