ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫, আহত ৪
ফরিদপুরে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচ জন নিহত এবং চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলায় গেরদা ইউনিয়নের কাফুরা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হন।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ভূঁইয়া বাড়ি এলাকার লিটন চৌধুরী, তার স্ত্রী ফাহমিদা শারমিন, তাদের মেয়ে সাজু, শ্যালকের স্ত্রী আতিফা রহমান ও উম্মে তাসরুমা রিন্টু।
আহতেরা হলেন- তাসরি (২২), অরিন, মাইক্রোবাস চালক নাজমুল হাসান, জিন্না (৫২) এবং নিহত দম্পতির আরেক মেয়ে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তাসরি বলেন, 'নারায়ণগঞ্জের থেকে সকালে তারা এক আত্মীয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে সদরপুরের চন্দ্রপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।'
জানা গেছে, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলের ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।
ফরিদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরে পুলিশ সুপার আব্দুল জলিল এ দুর্ঘটনা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও দুজনের মৃত্যু হয়।'