চট্টগ্রামের ফটিকছড়িতে গার্মেন্টসকর্মী করোনাভাইরাসে আক্রান্ত
এক চিকিৎসকের পর এবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন নারী গার্মেন্টসকর্মী।
এ নিয়ে ফটিকছড়িতে করোনায় আক্রান্তের সংখ্যা ২জনে পৌঁছাল। আক্রান্ত ওই পোশাক শ্রমিকের বয়স ২৬ বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো.সায়েদুল আরেফিন।
জানা যায়, আক্রান্ত ওই পোশাক শ্রমিক চট্টগ্রামের একটা গার্মেন্টসে চাকরী করেন। তিনি চট্টগ্রামের সাগরিকা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অসুস্থতা নিয়ে ৩ মে কোভিড-১৯ টেস্ট করেন। ওই দিনই টেস্ট করে সে তার নিজ বাড়ি ফটিকছড়ির বাগানবাজারে চলে আসেন। এরপর (৮ মে) তার কোভিড-১৯ পজিটিভ আসে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.সায়েদুল আরেফিন বলেন, আক্রান্ত ওই নারী করোনা টেস্ট করার পর থেকেই হোম কোয়ারেন্টিনে আছেন, পরিবারের তাদের সদস্য সংখ্যা ৪ জন। । বাড়ি লকডাউন করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি এখনো সুস্থ্ আছেন।
এর আগে ফটিকছড়িতে এক চিকিৎসক করোনায় আক্রান্ত হলেও তিনি এখন সুস্থ আছেন।