চট্টগ্রামের ৫০ গ্রামে রোজা শুরু
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার থেকে দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৫০টি গ্রামে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান।
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারী হিসেবে এসব মানুষ প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোজা রাখেন এবং ঈদ পালন করেন।
সাতকানিয়ার সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া, পটিয়া উপজেলার হাইদগাঁও, বহুলী ও ভেল্লাপাড়াসহ প্রায় ৫০টি গ্রামের মানুষ রোজা শুরু রোজা রেখেছেন।
মির্জাখীল দরবার শরীফের পীরজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরীফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর পেয়ে শুক্রবার থেতে প্রথম রোজা শুরু করেছি।