চট্টগ্রামে ঘাট ইজারা ফিরে পেতে সাম্পান মাঝিদের অনশন
চট্টগ্রামে ঘাট ইজারা ফিরে পেতে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছেন সাম্পান মাঝিদের আটটি সংগঠনের তিন শতাধিক মাঝি।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে দিনব্যাপী চট্টগ্রাম নগরীর সদরঘাটে কর্ণফুলী নদীতে তারা সাম্পান নিয়ে অনশন করেন। জন্মগত পেশাদার পাটনিজীবী (সাম্পান মাঝি) সমিতিকে ঘাট ইজারা না দেওয়ার প্রতিবাদ জানান তারা।
কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী বলেন, '২০০৩ সালের পাটনিজীবী নীতিমালা তোয়াক্কা না করে অবৈধভাবে মাঝিদের ঘাটছাড়া করেছে চসিক (চট্টগ্রাম সিটি করপোরেশন)। এর প্রতিবাদে আমরা দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছি।'
অনশনরত সাম্পান মাঝিদের অভিযোগ, গত পহেলা বৈশাখ পেশাগত সাম্পান মাঝিদের (পাটনিজীবী) থেকে ঘাট কেড়ে নিয়ে নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন ব্যবসায়ীদের ইজারা দেন চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম। এর প্রতিবাদ জানিয়ে মাঝিরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে ২৯ এপ্রিল পাটনিজীবীকে ঘাট ইজারা দিতে বলা হলেও প্রধান রাজস্ব কর্মকর্তা এ বিষয়ে পুনরায় আইনি মতামতের জন্য নির্দেশনাটি চসিক আইন কর্মকর্তার কাছে পাঠান। এরপর গত ছয় মাসেও মাঝিদের ঘাট ফিরিয়ে দেয়নি চসিক।