চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রামের গোল্ডেন সান লিমিটেড নামে একটি ফ্যান কারখানার শ্রমিকরা। সোমবার সকাল থেকে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় কারখানার সামনে আন্দোলন শুরু করেন তারা।
কারখানার ম্যানেজার ওমর হায়দার জানান, বেতন ভাতা নিয়ে শ্রমিকরা যে আন্দোলন করছিল তা নিয়ে সমঝোতা হয়েছে। গত মার্চ মাসের বেতন আগামি ১৭ মে রকেটের মাধ্যমে এবং এপ্রিল মাসের বেতন ২০ মে একইভাবে পরিশোধ করা হবে। এছাড়া বোনাসের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা চলছে। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে বেতন ভাতা দেয়নি কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে এক মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বোনাস পরিশোধ না করার কথা জানায় কর্তৃপক্ষ। তাই বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সকাল থেকে আন্দোলনে নেমেছে শ্রমিকরা।