চট্টগ্রাম বন্দরে চিকিৎসা সামগ্রী দিল সাইফ পাওয়ার টেক
চট্টগ্রাম বন্দরের আইসোলেশন সেন্টারে চারটি ভেন্টিলেটর ও চারটি অক্সিজেন মাপার যন্ত্র দিয়েছে সাইফ পাওয়ার টেক লিমিটেড।
রোববার দুপুরে এসব চিকিৎসা সামগ্রী চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তরফদার মো. রুহুল আমিন।
সাইফ পাওয়ার টেকের কর্মকর্তা সাইফুল আলম বাবু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ এসব সামগ্রী প্রদানের জন্য সাইফ পাওয়ার টেক লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
চিকিৎসা সামগ্রী হস্তান্তরের সময় সাইফ পাওয়ার টেকের এমডি রুহুল আমিন বলেন, ইতোমধ্যে বন্দরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে মারা গিয়েছেন। কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার জন্য বন্দর কর্তৃপক্ষ আইসোলেশন সেন্টার চালু করেছে। পাশাপাশি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালুর কাজ চলছে। মূলত আইসিইউর জন্য ভেন্টিলেটরগুলো প্রদান করা হয়েছে। যেন মুমূর্ষু রোগীরা সেখানে চিকিৎসা পান।
এ সময় বন্দর ও সাইফ পাওয়ার টেকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর হিসেবে নিয়োজিত রয়েছে সাইফ পাওয়ার টেক লিমিটেড।