রোলস-রয়েস, বিএমডব্লিউ, মার্সিডিজসহ ৪০ বিলাসবহুল গাড়িতে ৫০০ কোটি টাকার শুল্ক ফাঁকি

চট্টগ্রাম এবং মোংলা সমুদ্র বন্দর দিয়ে আমদানি হয় বিএমডব্লিও, মার্সিডিজ বেঞ্জ, অওডি, নিশান সাফারি, নিশান জিটিআর ব্রান্ডের এসব গাড়ি। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।