চবিতে সশরীরে ক্লাস শুরু, প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে
করোনা পরিস্থিতিতে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ক্লাস শুরুর আগেই শাটল ট্রেনে চেপে ও বাসযোগে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়।
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করছেন মাস্ক পরেই। প্রবেশ পথেই রাখা আছে হ্যান্ড স্যানিটাইজার। ক্লাসে ঢোকার আগে পরীক্ষা করা হয় শিক্ষার্থীদের তাপমাত্রা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম মনিরুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এর আগে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগই অনলাইনে ক্লাস নিয়েছে। আজ সকাল ৯ টা থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে। তবে কোনো বিভাগ বা শিক্ষক যদি চান, শিক্ষার্থীদের সুবিধা মেনে অনলাইনেও ক্লাস নিতে পারবেন। "
"শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 'লস-রিকভারি প্ল্যান' হাতে নিয়েছে ," বলেন এস এম মনিরুল হাসান।
এদিকে দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ক্যান্টিন , ক্যাফেটেরিয়ায় ও চাকসু। আড্ডা জমেছে ঝুপড়িতে। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের শিক্ষার্থী রোকুনুজ্জামান টিবিএসকে বলেন, "সকাল ১০টা থেকে আমাদের ক্লাস শুরু হয়। মনে হচ্ছিলো আবার নতুন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে ক্লাসে দেখা হলো, অনেক ভালো লাগছে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, "ছেলে-মেয়েরা ক্লাসে ফিরতে পেরে খুবই উচ্ছ্বসিত। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশ নিয়েছে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন আছে।"