চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের কাছে শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরের দিকে হাটহাজারী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ইলিয়াস ফারুক (৪০), সুমন (২৯), ইশতিয়াক আহমেদ (২২), রাশেদ (৩০) এবং আবু তাহের (৫৫)। তারা সবাই হাটহাজারী এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চলছে। তিনি আরও বলেন, ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার অভিযোগ ওঠে। হামলায় ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীরা জানান, সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের ও যুবলীগের কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় আপ্যায়ন নামে এক রেস্টুরেন্টে হামলা চালায়। পরে আশপাশের আরও কিছু দোকানপাটে ভাঙচুর চালিয়ে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলগেট এলাকায় যায় এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ ও যুবলীগের একটি দোকান ভাঙচুর করেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা করে। এতে অনেক শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনার তীব্র প্রতিবাদে শিক্ষার্থীরা পরবর্তীতে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেন।
হামলার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হয়। একই দিনে হাটহাজারী থানায় ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।