বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর
আজ শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে স্বাস্থ্য, বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা-সহ বিভিন্ন সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
এছাড়া এ সময়ে তারা ঢাকা-নিউ জলপাইগুড়ি 'মিতালি এক্সপ্রেস ট্রেন' এবং তিনটি নতুন বর্ডার হাট-সহ আটটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন।
বৈঠক শেষে ভারতের এক্সটারনাল অ্যাফেয়ার্স মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইটবার্তায় জানান, ভারত তার নেইবারহুড ফার্স্ট পলিসির অধীনে বাংলাদেশকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়।
এর আগে, আজ শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ওই বৈঠকে অংশ নেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেন মোদি।
তারও আগে, শনিবার বাংলাদেশে সফরের দ্বিতীয় দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কাশিয়ানীর ওড়াকান্দিতে যান নরেন্দ্র মোদি।
কাশিয়ানীর ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেন তিনি। মোদিকে স্বাগত জানাতে নানারূপে সাজানো হয় মন্দিরের প্রাঙ্গণ।
এরপর তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
টুঙ্গিপাড়ায় মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে মোদি বলেন, করোনাভাইরাস মহামারির সময় ভারত ও বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। উভয় জাতি একসঙ্গে ও অত্যন্ত দৃঢ়তার সাথে মহামারির বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ভারতে উৎপাদিত ভ্যাকসিন বাংলাদেশের নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই ভারত এগোচ্ছে।
মোদি আরও জানান, উভয় জাতিই নিজস্ব অগ্রগতির মাধ্যমে বিশ্বের উন্নয়নের অংশীদার হতে চায়। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয় রাষ্ট্রই অস্থিরতা, সন্ত্রাস ও অশান্তির পরিবর্তে পৃথিবীর বুকে স্থিতিশীলতা, প্রেম এবং শান্তি দেখতে চায়।
এর আগে, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন মোদি। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষচারা রোপণ এবং দর্শনার্থী বইতে সাক্ষর করেন।
শনিবার (২৭মার্চ) সফরের দ্বিতীয় দিনে প্রথমে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন ও পূজা দিয়েছেন নরেন্দ্র মোদি।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে অংশ নিতে দু'দিনের সফরে গতকাল (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা আসেন ভারতের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
কোভিড-১৯ মহামারির পর এই প্রথম বিদেশ সফরে বাংলাদেশ আসতে পেরে আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
দক্ষিণ এশিয়ার ৫টি দেশের নেতৃবৃন্দ বাংলাদেশের এ আয়োজনে অংশ নিয়েছেন। গত ১৭ই মার্চ জাতির জনকের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ কর্মসূচীর উদ্বোধন করেন।