চিপস প্যাকেটের ভেতর শিশুদের খেলনা পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
বাজারে থাকা চিপস প্যাকেটের ভেতরে শিশুদের জন্য প্লাস্টিকসহ নানা উপাদানের তৈরী খেলনা কতটুকু ক্ষতিকর, তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দুই সপ্তাহের মধ্যে তদন্ত করে এ বিষয়ে বিএসটিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
একই সঙ্গে চিপসের প্যাকেটের ভেতরে শিশু খেলনা না ঢুকাতে সংশ্লিষ্ট কোম্পানিদের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার (১৭ নেভম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।
বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিন লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিংকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, শিশুরা চিপস খাওয়ার সময় অবচেতন মনে খেলনাটাও খেয়ে ফেলার চেষ্টা করে। অনেক সময় তাদের পেটের মধ্যে ঢুকে যায়। এটা খুবই অশনি সংকেত। এছাড়াও ওইসব প্লাস্টিকের খেলনা শরীরের জন্যও ক্ষতিকর বলে নানা গবেষণায় উেঠ এসেছে।
এ কারণেই এই বিষয়ে রিট করা হয়েছ বলে উল্লেখ করেন আইনজীবী মনিরুজ্জামান।