চেম্বার পরিচালকসহ চট্টগ্রামে নতুন শনাক্ত ১৪৮
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ চট্টগ্রামে নতুন করে ১৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন পাঁচ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭২১টি নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৪ জন নগর ও ৫৪ জন উপজেলার বাসিন্দা।
সূত্র বলছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডির ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে শনাক্ত ২৩। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা হয়েছে ১২৪টি নমুনা, শনাক্ত ২৪। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ছয় জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৩২ জন। ১৮ জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৭৬৩; মারা গেছেন ১৩১ জন।