ছাত্রলীগের সোহাগ-এশা'র বিয়ে আজ
ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান এশার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। আজ তাদের বিয়ে।
আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই যুগলের বিয়ের অনুষ্ঠান হবে।
গত ৩১ ডিসেম্বর সোহাগ ও এশা তাদের বাবা-মাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দিয়ে সোহাগ লেখেন, "আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের বিয়ের তারিখ ৫ই ফেব্রুয়ারি ,২০২০ ঠিক করে দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।"
এর আগে গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন মৌলভীবাজারের এক আওয়ামী লীগ নেতার মেয়ে সুমাইয়া আক্তার সামিয়াকে বিয়ে করেন।