জনস্রোত নিয়ন্ত্রণে মানিকগঞ্জে ফেরিঘাট এলাকায় বিজিবি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। নৌরুটের প্রতিটি ঘাট দিয়ে গড়ে প্রতিদিন প্রায় আড়াই হাজার যানবাহন পারাপার হয়৷ ঈদসহ যেকোন উৎসবে এই যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। তবে এবারের দৃশ্যপট অনেকটাই ভিন্ন। করোনা সংক্রমণ রোধে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কিন্তু এসব মানতে নারাজ সাধারণ যাত্রীরা। লকডাউনের মধ্যেও ঈদে ঘরমুখো মানুষের চাপ রয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দিনের বেলায় শুধুমাত্র এ্যাম্বুলেন্স পারাপারের কথা থাকলেও এর সঙ্গে নৌরুট পারাপার হচ্ছে ঘরমুখো যাত্রীরা।
বেসামাল এসব যাত্রীদের নিয়ন্ত্রণ করতে হিমশিম অবস্থায় ফেরিঘাট কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করেই অনায়াসে নৌরুট পারাপার হচ্ছে এসব যাত্রীরা। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে মারাত্মকভাবে। যে কারণে এসব ঘরমুখো যাত্রীদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করতে মানিকগঞ্জের তিনটি পয়েন্টে কাজ করবে বিজিবি'র পৃথক তিনটি টিম।
শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল থেকে মানিকগঞ্জের প্রবেশ পথ সিংগাইর উপজেলার ধল্ল্যা ব্রীজ এবং সাটুরিয়া উপজেলার বারবারিয়া ব্রীজ ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিজিবিও কাজ করবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, 'এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপারের জন্য ঘাট এলাকায় দুইটি ফেরি রাখা হয়। মরদেহবাহী এ্যাম্বুলেন্সগুলো পারাপারে ওই ফেরিগুলো দিনের বেলায় চলাচল করে। তবে ফেরিঘাট এলাকায় ঘরমুখো মানুষের প্রচন্ড চাপ থাকায় এ্যাম্বুলেন্স পারাপার ব্যাহত হয়'।
জোর করেই ফেরিতে উঠে যায় সাধারণ যাত্রীরা। এজন্য ঘাটের আগেই ঘরমুখো এসব যাত্রীদের নিয়ন্ত্রণ করা হলে ফেরিঘাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মন্তব্য করেন তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে ডিসি এসএম ফেরদৌস আরও বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিষয়টি কার্যকর করতে সহায়তা করবে বিজিবি। তবে এ্যাম্বুলেন্স এবং জরুরী প্রয়োজনে বাইরে চলাচলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি।