জাতীয় গ্রিডে যুক্ত হল পায়রার বিদ্যুৎ
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত এক হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমবারের মতো উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে পায়রা-গোপালগঞ্জের এ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়।
প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নব নির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজোয়ান ইকবাল খান।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে প্রথম ইউনিটের উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে দিতে সক্ষম হবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র।
২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিসিপিসিএল) নওপাজেকো বাংলাদেশ এবং সিমসি চায়নার যৌথ অংশীদারিত্বের বিদ্যুৎ প্রকল্পটির নির্মাণ কাজের বাস্তবায়ন চলছে। এ জন্য ১০০২ একর জমি অধিগ্রহণ করা হয়। যেখানে ক্ষতিগ্রস্ত ১৩৫ পরিবারের জন্য ১৬ একর জমির উপর স্বপ্নের ঠিকানা পল্লী গড়ে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দেশে স্থাপিত প্রথম তাপ বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।