জামিন স্থগিত ইরফান সেলিমের
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেওয়া হাইকোর্টের জামিন ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ রবিবার (২৮ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। ইরফান সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
এর আগে গত ১৮ মার্চ ইরফান সেলিমকে জামিন দেন হাইকোর্ট।
সেসময় ইরফান সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা গণমাধ্যমকে জানিয়েছিলেন, "ইরফান দুটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। জামিন আদেশের অনুলিপি পেলেই তিনি শীঘ্র কারাগার থেকে মুক্তি পাবেন"।
প্রসঙ্গত, গত বছর ২৫ অক্টোবর ধানমণ্ডি এলাকায় কলাবাগান ক্রসিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল 'সংসদ সদস্য' স্টিকার লাগানো হাজী সেলিমের গাড়ি। গাড়ির ভেতর তখন উপস্থিত ছিলেন ইরফান ও তার নিরাপত্তারক্ষী। উভয়ে মিলে তারা লেফটেন্যান্ট ওয়াসিফকে লাঞ্ছিত করেন।
পরদিন ইরফান সেলিমসহ ৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় 'মারধর ও হত্যা চেষ্টা'র মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ।
এর জের ধরে পুরান ঢাকায় হাজী সেলিমের বাড়ি ঘেরাও করে দিনভর অভিযান চালায় র্যাব। আটক করা হয় ইরফান ও তার নিরাপত্তারক্ষী মোহাম্মদ জাহিদকে। এ সময় মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে এক বছরের এবং মোহাম্মদ জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।