বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম পদ ফিরে পেলেন
প্রায় দুই বছর আট মাস পরে কাউন্সিলর পদ ফিরে পেলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম। রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক দপ্তর আদেশের মাধ্যমে সাময়িকভাবে বরখাস্তকৃত তার কাউন্সিলর পদে পুনর্বহাল করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দপ্তর আদেশে বলা হয়, মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি প্রদত্ত আদেশ এবং তৎপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ১০ এপ্রিল, ২০২২ তারিখের নির্দেশনা অনুযায়ী সাময়িকভাবে বরখাস্তকৃত মোহাম্মদ ইরফান সেলিমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর পুনর্বহালের আবেদন মঞ্জুর করা হলো।
এর আগে ২০২০ সালের ২৭ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
নৌবাহিনীর এক কর্মকর্তাকে ২০২০ সালের অক্টোবরে লাঞ্ছিত ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ইরফান সেলিম গত বছরের ৯ নভেম্বর আদালত থেকে জামিন পান।