জয়পুরহাটে ৭৩৮ বস্তা সরকারি চালসহ আ’লীগ নেতা আটক
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর থেকে অবৈধভাবে মজুত রাখা ৭৩৮ বস্তা (২৫ হাজার ৪৪০ কেজি) সরকারি চালসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আল ইসরাইল ওরফে জুবেলকে হাতেনাতে আটক করেছে র্যাব।
আটক জুবেল গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মৃত নজির উদ্দিন আহমেদের ছেলে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, গোপন খবরের ভিত্তিতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল সন্ধ্যায় আক্কেলপুর থানার গোপীনাথপুর বাজার এলাকায় আকস্মিক অভিযান চালায়। এসময় গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলের নিজস্ব গুদামে অবৈধভাবে মজুতকৃত ৭৩৮ বস্তা সরকারি চালসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত এই ৭৩৮ বস্তা চাল বিভিন্ন অবৈধ উপায়ে সংগ্রহ করে উচ্চ মূল্যে গোপনে বিক্রির উদ্দেশে নিজ গুদামে মজুত করে রাখার কথা স্বীকার করেছেন জুবেল।
পরে তাকে জেলার আক্কেলপুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।