জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রেজাউল
আজ সকাল ন'টার দিকে নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ডের বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।
ভোট শেষে উপস্থিত সাংবাদিকদের রেজাউল বলেন,নিজের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
তিনি বলেন, "ভোটারদের মাঝে স্বতঃ স্ফূর্ততা দেখা যাচ্ছে। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন"।
বিএনপির অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান, বিএনপি অভিযোগ নিয়েই পড়ে আছে। তারা ভোটের মাঠে নেই, তারা জনগণের সঙ্গেও নেই। তাদের কাজই হচ্ছে শুধু অভিযোগ করা।
এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ সেখানে মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।