টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠক শিশির
টাইম ম্যাগাজিনের নির্বাচিত সেরা ১০০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠক তাসনুভা আনান শিশিরের ছবি।
আলোকচিত্রশিল্পী মুনির-উজ-জামানের ক্যামেরায় তোলা ছবিটিতে ৮ মার্চ নারী দিবসে বৈশাখী টেলিভিশনের নিউজরুমে তাসনুভাকে সংবাদ পাঠের জন্য বসতে দেখা যায়। তাসনুভার মতো একই শাড়ি পরে অন্যান্য নারী সহকর্মীরাও ছবিতে তার পাশে ছিলেন।
বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আইকনিক মুহূর্তের ছবি হিসেবে টাইমের তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি।
ভার্চুয়ালি প্রকাশিত ১০০টি ছবির কোনো র্যাংক তৈরি করেনি টাইম ম্যাগাজিন। ছবির আলোকচিত্রশিল্পী মুনির-উজ-জামান ঢাকায় বার্তাসংস্থা এএফপির সঙ্গে যুক্ত আছেন।
তাসনুভার ছবি ছাড়াও রায় শুনে জর্জ ফ্লয়েডের পরিবারের উদযাপন, কাবুলের পথে তালেবানের যাত্রা ইত্যাদি অনবদ্য মুহূর্তের ছবি তালিকায় জায়গা করে নিয়েছে।