তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস এখন থেকে সপ্তাহে দুদিন হবে
প্রাথমিক পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের এখন থেকে সপ্তাহে দুদিন ক্লাস নেওয়া হবে।
বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ক্লাসের নতুন সময়সূচি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
নতুন রুটিন অনুযায়ী রোববার ও বৃহস্পতিবার তৃতীয় শ্রেণির এবং শনিবার ও বুধবার চতুর্থ শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। এর আগে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে অংশ নিতেন।
এছাড়া, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা যথাক্রমে মঙ্গলবার ও সোমবার একদিন করে ক্লাসে অংশ নিবেন।
পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে প্রতিদিন অনুষ্ঠিত হবে। মধ্যাহ্ন বিরতির আগে অন্যান্য শ্রেণির ক্লাস এবং মধ্যাহ্ন বিরতির পর পঞ্চম শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।
এর আগে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
মহামারির কারণে ৫৪২ দিন বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হয়।
এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।