২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়
২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।
এবার গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে এর আগে ২০ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে ২৮ এপ্রিলই খোলার কথা ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
এদিকে, সারা দেশে আবার 'হিট অ্যালার্ট' জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এটি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরমধ্যেই ২৮ এপ্রিলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।