দীর্ঘদিন অলস থাকা স্পিডবোট আজ থেকে ফের সচল হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝির কান্দি রুটে
শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি রুটে স্পিডবোট দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ফের সচল হচ্ছে।
দ্রুতগতি আর কম সময়ে পদ্মা পাড়ি দেওয়ার অন্যতম যান এই স্পিডবোট। পাঁচ মাস আগে এই নৌরুটে তিন থেকে চার শতাধিক স্পিডবোট চলত। কিন্তু গত ৩ মে শিবচর ঘাটের অদূরে একটি স্পিড বোট বলগেটের সাথে ধাক্কায খেলে ২৬ জনের প্রাণহানি ঘটে। এর পর থেকে এই রুটে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়।
চালকের ড্রাইভিং সনদ, রেজিস্ট্রেশন সনদ, সার্ভে সনদ ও বোট রুট পারমিট সনদ থাকা সাপেক্ষে আজ থেকে সম্ভাবনা রয়েছে স্পিডবোট চলাচল শুরু হওয়ার।
বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান, কয়েক সপ্তাহ আগেই শিমুলিয়া বাংলাবাজার এবং মাঝিকান্দি নৌরুটে স্পিডবোট চলাচলের জন্য দেড় শতাধিক রেজিস্ট্রেশন সনদ, সার্ভে সনদ এবং স্পিডবোট চলাচলের ড্রাইভারদের সনদ রুট পারমিট পেয়েছে। শুধু ২৯টি স্পিডবোট রুট পারমিট পেয়েছে। শুধু ওই স্পিডবোটগুলো দুপুরের পর থেকে এই রুটে চলাচল করতে পারবে।
এছাড়া শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ৪৭ দিন বন্ধ থাকার পর চারটি ফেরি দিয়ে স্বল্প পরিসরে ফেরি চলাচল করছে। এই নৌরুটে ফেরিতে করে মাইক্রোবাস প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও জিপ গাড়ি পারাপার হতে পারবে।