দুর্নীতির সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআই’র দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।
২০১৯ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। আগের বছর প্রকাশিত সূচকে বাংলাদেশ ১৪৯তম অবস্থানে ছিল।
সিপিআই ২০১৯ অনুযায়ী, বাংলাদেশের স্কোর ২৬, যা ২০১৮ সালের মতোই রয়েছে।
তালিকায় ১৮০টি দেশের মধ্যে নিম্নক্রম অনুযায়ী ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এদিক থেকে গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
২১ স্কোর পেয়ে বাংলাদেশের সঙ্গে তালিকার সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী ১৪তম অবস্থানে সম্মিলিতভাবে রয়েছে অ্যাঙ্গোলা, গুয়াতেমালা, হন্ডুরাস, ইরান, মোজাম্বিক ও নাইজেরিয়া।
সূচকে ৮৭ স্কোর পেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড।
৮৬ স্কোর পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। অন্যদিকে ৮৫ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, সুইডেন ও সুইজারল্যান্ড।
মাত্র ৯ স্কোর পেয়ে ২০১৮ সালের মতো ২০১৯ সালেও তালিকার সর্বনিম্নে রয়েছে সোমালিয়া।
১২ স্কোর পেয়ে তালিকার নিম্নক্রম অনুযায়ী দ্বিতীয় স্থানে আছে সুদান। অন্যদিকে ১৩ স্কোর পেয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে সিরিয়া।
সিপিআই কী
জার্মানির বার্লিনভিত্তিক সংস্থা টিআই প্রতি বছর করাপশন পারসেপশন্স ইনডেক্স বা দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রকাশ করে। এর মাধ্যমে বিশ্বব্যাপী দুর্নীতির ব্যাপকতার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।
সিপিআইয়ে অন্তর্ভুক্ত দেশগুলোর রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশ্লেষকদের ধারণা নেওয়া হয়।
পরবর্তী সময়ে এর ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট দেশকে শূন্য (উচ্চমাত্রায় দুর্নীতিগ্রস্ত) থেকে ১০০ (কমমাত্রায় দুর্নীতিগ্রস্ত) স্কেলে পরিমাপ করে স্কোর দেওয়া হয়। এ স্কোরের মাধ্যমে দেশগুলোর দুর্নীতির অবস্থান নির্ণয় করা হয়।
সূচকে বাংলাদেশের অবস্থান সংক্রান্ত ব্যাখ্যা
সিপিআই-২০১৯ অনুযায়ী ১০০-এর মধ্যে গড় স্কোর ৪৩। সে দিক থেকে বাংলাদেশের স্কোর ২৬ হওয়ায় দুর্নীতির ব্যাপকতা এখেনা উদ্বেগজনক বলে প্রতীয়মান হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে তুলনা
২০১৯ সালের সিপিআই অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত ভুটান। দেশটির স্কোর ৬৮। আর সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী অবস্থান ২৫। ২০১৮ সালেও একই অবস্থানে ছিল দেশটি।
সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী, এর পরের অবস্থানে আছে ভারত। দেশটির স্কোর গত বছরের মতো ৪১ হলেও অবস্থান গতবারের চেয়ে দুই ধাপ পিছিয়ে ৮০তম।
গতবারের চেয়ে ১ পয়েন্ট কমে ৩২ স্কোর পেয়ে ৩ ধাপ পিছিয়েছে পাকিস্তান। সূচকে দেশটির অবস্থান ১২০তম।
সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। দেশটির স্কোর ১৬। এরপরই আছে ২৬ স্কোর পাওয়া বাংলাদেশ।