দুর্নীতি সূচকে ২ ধাপ পেছাল বাংলাদেশ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গ্লোবাল করাপশন পারসেপশনস ইনডেক্স (সিপিআই বা দূর্নীতি ধারণা সূচক) ২০২০-এ আগের বছরের অবস্থানের চেয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল কনফারেন্সে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। এ অঞ্চলে দুর্নীতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শুধু আফগানিস্তান।
করোনা অতিমারিকালীন দুর্নীতি ও সাম্প্রতিক আর্থিক খাতের বড় বড় দুর্নীতি আলোচনার আসার কারণেও দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনমন হতে পারে বলে মনে করেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
একই সাথে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপি, টাকা লোপাট ও দুর্নীতির লাগাম টানতে মোটামুটি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মনে করেন তিনি।
২০১৮ ও ২০১৯-এর মতো এবারও বাংলাদেশের স্কোর ১০০-তে ২৬।
তালিকায় সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী ১৮০ দেশের মধ্যে বাংলাদেশ ১২তম অবস্থানে রয়েছে যা সিপিআই ২০১৯-এর তুলনায় ২ ধাপ পিছিয়েছে এবং সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী ১৪৬তম, যা গত বছরের তুলনায় অপরিবর্তিত রয়েছে।