দেশে করোনাভাইরাস: শনাক্তের হার বেড়ে ১১.৪৭%, আরও ৩০ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১,৯৭০ জনের শরীরে। এ নিয়ে দেশে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮,১২,৯৬০।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার বেড়ে ১১.৪৭ শতাংশ লিপিবদ্ধ করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১,৯৭০ জনের শরীরে। এ নিয়ে দেশে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮,১২,৯৬০।
এ দিকে, গত ২৪ ঘণ্টায় কোভিডজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৩০ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২,৮৬৯।
দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর এ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।