দেশে করোনায় একদিনে আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১,৩৫৪
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২,৩৭৬।
এ সময়ে মৃত্যুহার ১.৫৭ শতাংশ বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১,৩৫৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে দেশে কোভিড-১৯ শনাক্ত হলো মোট ৭,৮৯,০৮০ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ৪৮৬টি ল্যাবে ১৫,২০৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.৯০ শতাংশ।
অন্যদিকে, গত একদিনে মৃতদের মধ্যে ২০ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের মধ্যে ২৭ জন বিভিন্ন হাসপাতালে এবং একজন নিজ বাড়িতে মারা যান। এদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রামের, ৫ জন সিলেটের, ৩ জন বরিশালের, ২ জন রংপুরের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
এ সময়ে ৯২.৬০ শতাংশ হারে ৮৯৯ জন রোগী করোনাভাইরাস থেকে সেরে ওঠেন।
দেশে এ পর্যন্ত ৮,৯৪৮ জন পুরুষ এবং ৩,৪২৮ জন নারী করোনাভাইরাসে প্রাণ হারালেন।
দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় সে বছরের ১৮ মার্চ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার পর্যন্ত কোভিড-১৯-এ দুনিয়াব্যাপী ৩,৪৬৯,৪৩৬ জনের প্রাণহানি ঘটেছে; আক্রান্ত হয়েছেন ১৬৭,০৭০,৯১৮ জন।