ধসে পড়ল কাপ্তাই হ্রদের পাড়ের পাঁচ দোকান
রাঙামাটিতে কাপ্তাই হ্রদের তীরে আকস্মিকভাবে পাঁচটি দোকানঘর ভেঙ্গে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সড়কের পাশের দোকানগুলো সম্পূর্ণ ধসে পড়ে যাওয়ায় দোকানে রক্ষিত জিনিসপত্র ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
সোমবার সকাল দশটার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা রিজার্ভবাজারে বড় গাড়ি প্রবেশ কঠিন হয়ে পড়েছে।
দুর্ঘটনার জন্য দোকানিরা ঠিক পেছনেই নির্মাণাধীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বহুতল ভবনকে দায়ি করছেন।
ক্ষতিগ্রস্ত দোকানদার মো. সেলিম মিয়া বলেন, আমাদের দোকানের নিচে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভবন নির্মাণ কাজ চলছে, তারা আমাদের দোকানের নিচের মাটি কাটার ফলে দোকানগুলো ঝুকিপূর্ণ হয়ে যায়। টানা বৃষ্টির ফলে কয়েকদিন ধরে ফাটক দেখা দেয়। আজ সকালে তা ভেঙ্গে পড়ে।'
আরেক দোকানি সুভাষ মল্লিক বলেন, 'ফাটল দেখা দেওয়ায় আজ সকালে মালিককে জানালে তিনি নিজ দায়িত্বে সংস্কার করার কথা জানান। আমরাও নিজে উদ্যোগ নিয়ে কাজ করার প্রস্তুতি নেওয়ার আগেই দোকানগুলো ধসে পড়ে।'
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানিয়েছেন, দোকানগুলোর পাশেই হ্রদের মধ্যেই একটি বড় ভবন নির্মাণ করা হচ্ছে। গত কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে দোকানগুলো নরম হয়ে পড়লে আজ সকালে কোনো কারণ ছাড়াই ভেঙ্গে পড়ে। দিনের বেলায় হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, ফায়ার সার্ভিস ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয়।