৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা
আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন।
আজ রোববার (৬ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সংক্রান্ত লিখিত কোন আদেশ জারি না করলেও – বান্দরবানে কর্মরত সাংবাদিকদের কাছে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞার এক বার্তা পাঠান জেলা প্রশাসক।
সাংবাদিকদের দেওয়া এই বার্তায় তিনি উল্লেখ করেন, অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকগণকে আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।
পরে ভ্রমণ নিষেধাজ্ঞার এই আদেশ কেবল বান্দরবান নয়, তিন পার্বত্য জেলাতেও প্রযোজ্য বলে উল্লেখ করেন তিনি।
একটি গণমাধ্যমকে তিনি জানান, এই নির্দেশনা কেবলমাত্র বান্দরবানের জন্য নয়। পার্বত্য চট্টগ্রামের অন্য ২টি জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে স্ব স্ব জেলা ম্যাজিস্ট্রেট অনুরূপ প্রজ্ঞাপন জারি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ওই গণমাধ্যমকে বলেন, রাঙামাটির সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সময়ের মধ্যে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য আমরা আহ্বান করছি।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও ভাঙচুর হয়।
এরমধ্যে পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)'র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে, যা কেন্দ্র করে বান্দরবানের তিন উপজেলা– থানচি, রুমা ও রোয়াংছড়িতে ২০২২ সাল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে।
এই পরিস্থিতিতে, জেলার সমস্ত পর্যটন এলাকাকে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।