নটরডেম কলেজ ছাত্রকে চাপা দেওয়া ময়লার গাড়ির চালক গ্রেপ্তার
রাজধানীতে দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় ঘাতক ময়লাবাহী গাড়ির মূল চালক মো. হারুনকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল আজ (২৬ নভেম্বর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে গাড়ির মূল চালককে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মো. হারুন জানায়, ২০২০ সাল থেকে সে ময়লাবাহী গাড়িটি নিয়মিত চালিয়ে আসছে।
বুধবার ঘটনার দিন সে অনুপস্থিত থাকায় তার সহকারী মো. রাসেল গাড়িটি চালায়। হারুন এবং রাসেল দুজনেরই কোনো ড্রাইভিং লাইসেন্স নেই।
গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে গুলিস্তান মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাঈমকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সেদিনই চালক রাসেলকে আটক করা হয়। ময়লার গাড়িটি পুলিশ জব্দ করে।