নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সহপাঠীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে এসেছেন রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
আলী হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যুতে সোমবার ১১ টা ৫০ মিনিটে সড়কে নেমেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় রাজধানীর ফার্মগেট এলাকার পুলিশ বক্সের সামনে দুই পাশের রাস্তা অবরোধ করে তারা।
'উই ওয়ান্ট জাস্টিস। নিরাপদ সড়ক চাই। আর কত প্রাণ ঝড়লে সড়ক নিরাপদ হোক। সড়ক সড়ক সড়ক চাই। নিরাপদ সড়ক চাই। আমার ভাই কবরে। খুনি কেন বাহিরে? প্রশাসন জবাব দে। ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', এরকম নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভ শুরুর বিশ মিনিটের মধ্যে তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের বেশকিছু শিক্ষার্থী এসে তাদের সাথে সংহতি জানায়।
পুলিশ একপাশ থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলেও পরে আবার তারা বিজয় স্মরণি থেকে কারওয়ান বাজার এলাকার রাস্তা দখল করে।
বিজয় স্মরণি থেকে সরে গিয়ে আবার ফার্মগেট অভিমুখে শিক্ষার্থীদের মিছিল। এরপর ফার্মগেটের দুপাশের রাস্তা দখলে নেয় শিক্ষার্থীরা।
বিজ্ঞান স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমাম হোসেন বায়জীদ বলেন, 'আমাদের বন্ধু কালকে স্কুলে আসার সময় মাইক্রোবাস ধাক্কা দিয়ে চলে গেছে। প্রশাসন এখনো শনাক্ত করতে পারেনি অপরাধীকে। আমরা খুনির যথাযথ শাস্তি চাই আর নিরাপদ সড়ক চাই।'
তেজগাঁও ডিভিশনের এডিশনাল এসপি রুবাইয়াত জামান বলেন, 'পুলিশ প্রশাসন এ ঘটনায় শোকাহত। মাইক্রোবাস আটক করে মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছি। আপনারা জনদুর্ভোগের সৃষ্টি করবেন না।'
গতকাল রবিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মোঃ আলী হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী সরকারি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় শমরিতা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলী হোসেনের গ্রামের বাড়ি, বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে। নিহতের পরিবার তেজগাঁও কুনিপাড়া এলাকার বাসিন্দা।
তার বাবা মো. আজমির মাতুব্বরের দুই সন্তান ছিল, আলী ছিল পরিবারটির বড় সন্তান।
এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা।
২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুটি দ্রুতগতির বাসের মুখোমুখি সংঘর্ষে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয় এবং ১০ শিক্ষার্থী আহত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত দুই কলেজ শিক্ষার্থীর সহপাঠীদের উদ্যোগে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।
এছাড়াও, ২০২১ সালের নভেম্বরে একটি ময়লাবাহী ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের নিহতের ঘটনায় শিক্ষার্থীরা আবার বিক্ষোভ শুরু করে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও রাজধানীতে দুই বাসের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান এক শিক্ষার্থী।