নভেম্বর থেকে প্রতি মাসে ৩ কোটি মানুষ টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী নভেম্বর থেকে প্রতি মাসে তিন কোটি নাগরিককে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, 'সরকার ২১ কোটি ডোজ টিকা কিনেছে, যা ধাপে ধাপে দেশে আসছে। এসব টিকা দিয়ে আমরা প্রতি মাসে তিন কোটি মানুষকে টিকা দিতে পারব।'
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) এক আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সেখানে মন্ত্রী বলেন, চলতি মাসেও তিন কোটি টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের কাছ থেকে যে শিডিউল পেয়েছি, সে অনুযায়ী প্রতি মাসে তিন কোটির বেশি ভ্যাকসিন এদেশের মানুষ পাবে।
'ইতোমধ্যেই কিছু স্কুল শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। খুব শিগগির স্কুল শিক্ষার্থীদের টিকাদানের একটি তালিকা ও সময়সূচি তৈরি করে আমরা তাদের টিকাদান শুরু করব।'
জাহিদ মালেক আরো বলেন, 'আইসিটি বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহায়তায় সময়সূচি তালিকা তৈরি করবে। সেই তালিকার পেলেই খুব তাড়াতাড়ি ১২-১৭ বছরের শিশু-কিশোরদের টিকা কার্যক্রম শুরু হবে।'
এসময় সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, হিন্দুদের ওপর হামলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকার পতনের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। মন্দির ভাঙা তাদের প্রধান উদ্দেশ্য নয়, সরকারের অবস্থান নড়বড়ে করে দেওয়াটাই প্রধান উদ্দেশ্য। একাত্তরে যারা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে তারাই এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।