নারায়ণগঞ্জের ঘটনায় মামুনুলের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের
নারায়ণগঞ্জের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটক করার পর পুলিশের ওপর হওয়া হামলা ও ভাংচুরের ঘটনায় গত মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
তিনটির মধ্যে দুটি মামলা করেছে পুলিশ, তৃতীয় মামলা করেন আহত এক সাংবাদিক।
সরকারি কর্মচারিদের দায়িত্ব পালনে বাধা দেওয়াসহ, পুলিশের ওপর হামলা এবং রিসোর্টে ভাংচুরের ঘটনায় সোনারগাঁও থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান প্রথম মামলাটি দায়ের করেন। সেখানে ৪১ জনকে আসামী করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনকে আসামী করা হয়।
প্রথম মামলায় মামুনুল হককে প্রধান আসামী করা হয়েছে।
সোনারগাঁও থানায় পুলিশের পক্ষে দ্বিতীয় মামলাটি করেন এসআই আরিফ হাওলাদার। সেখানে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরনের ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়। এছাড়া, অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় মামলা করেছেন হেফাজত কর্মীদের হামলায় আহত নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান।