নারায়ণগঞ্জে অক্সিজেন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অক্সিজেন কারখানায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আব্দুস সাত্তার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড নামে কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার লালমনিরহাট জেলার সিংগামারা এলাকার আজিজুরের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত এগারোটার দিকে হাটিপাড়া এলাকায় ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড কারখানায় অক্সিজেন গ্যাসের সিলিন্ডার গাড়িতে তোলার সময় আকস্মিকভাবে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় ঘটনাস্থলেই সেখানে থাকা ওই কারখানার শ্রমিক আব্দুস সাত্তার (৩৪) মুত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।