নারীদেরকে আয় রোজগারের কাজে নিযুক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দেশের নারীদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য অলসভাবে ঘরে না বসে থেকে আয় রোজগারের কাজে নিজেদেরকে নিযুক্ত করার আহ্বান জানিয়েছেন।
'আমরা যদি সমাজকে এগিয়ে নিতে চাই, তবে নারী ও পুরুষ নির্বিশেষে সকলকেই কাঁধে কাঁধ রেখে একসাথে এগিয়ে যেতে হবে,' তিনি বলেন।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এতে সভাপতিত্ব করেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
নারী দিবসের এবারের প্রতিপাদ্য,'করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব'।
প্রধানমন্ত্রী বলেন, একটি সমাজের অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক যদি অকেজো থাকে, তাহলে সেই সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে।
এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়ার মাধ্যমে কিন্তু অধিকার আসে না।
অধিকার আদায় করে নিতে হবে। আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা-দীক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে, বলেন তিনি।